নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে মাহাবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ী জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মাহাবুর উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মৃত মছির উদ্দিন প্রামানিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ী জেলেপাড়া এলাকা থেকে বাড়ি ফেরার সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টিকে তিনি তেমন গুরুত্ব দেননি। ভেবেছিলেন সাধারণ কোনো সাপে কেটেছে। এমনিতেই তা ঠিক হয়ে যাবে। তাই চিকিৎসা না নিয়ে সেভাবেই বাড়িতে গিয়ে শুয়ে পড়লে রাতেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও স্থানীয় গণমাধ্যমকর্মী ফজলে রাব্বী বলেন, ধারণা করা হচ্ছে বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝড়ে। 

তিনি আরও বলেন, সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল। এসব বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। একটু সচেতন হয়ে হাসপাতালে গেলে তিনি প্রাণে বেঁচে যেতে পারতেন। 

গোলাম রাব্বানী/এএএ