পুকুরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ জুন) রাতে উপজেলার তিরনই হাট ইউনিয়নের তুলশিয়া বিলের পুকুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছচাষি মনিরুজ্জামান লিটন বলেন, আমরা কয়েকজন মিলে তুলশিয়া বিলে মঞ্জু মা চাষ প্রকল্পে কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙাশ চাষ করছিলাম। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। বুধবার রাতে কেউ শত্রুতাবশত পুকুরে বিষপ্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। পরে মাছগুলো জেলেদের দিয়ে ওপরে তোলা হয়। এতে আমাদের ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঘটনার পর আমরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুজয় কুমার রায় বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এসকে দোয়েল/এএএ