বাগেরহাটে নারী বেশি, প্রতি বর্গকিলোমিটারে ৪০৭ জনের বসবাস
বাগেরহাটে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর জেলা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বাগেরহাট জেলার মোট জনসংখ্যা ১৬ লাখ ১৩ হাজার জন। এরমধ্যে পুরুষ ৪৯ দশমিক ৭৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ২৬ শতাংশ। জেলায় প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ৪০৭ জন
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. শামছুর রহমান, অতিরিক্তে জেলা প্রশাসক অলবিন্দু বিশ্বাস, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. রাসিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে দেখা যায়, জেলার ১২ লাখ ২৭ হাজার ৮৯০ জন মানুষ গ্রামে বসবাস করেন। আর জনসংখ্যার ৮৩ দশমিক ২৫ শতাংশ মুসলমান, ১৬ দশমিক ৩৮ শতাংশ হিন্দু, শূন্য দশমিক ১ শতাংশ বৌদ্ধ, শূন্য দশমিক ৩৭ শতাংশ খ্রিষ্টান ও শূন্য দশমিক ০২ শতাংশ অন্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন।
বিজ্ঞাপন
জনশুমারির তথ্য মতে, জেলার অর্ধেকের বেশি মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত। ৫০ দশমিক ৩০ শতাংশ জনগণ কৃষি কাজ করেন, বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি ও সেবা খাতে ৩৭ দশমিক ২৯ শতাংশ এবং শিল্প খাতে ১২ দশমিক ৪১ শতাংশ মানুষ জড়িত রয়েছে।
শেখ আবু তালেব/এএএ