নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা করে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত স্বামী আসমত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার রামারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় শিশু আসমানিকেও।

এর আগে শুক্রবার ভোরে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রাম নিজ বাড়ি থেকে গৃহবধূ সুফিয়া বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে স্বামী আসমত আলী শিশু মেয়েকে নিয়ে আত্মগোপনে চলে যান।

বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি নান্নু খান বলেন, আসমত আলীর চুরি করার অভ্যাস ছিল। পটল চুরি করায় আজকেও এলাকায় তাকে নিয়ে সালিস হওয়ার কথা ছিল। স্বামী চুরি করায় সেই শালিসে স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেবেন বলে জানান স্ত্রী সুফিয়া বেগম। এ নিয়ে শুক্রবার ভোরের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সুফিয়া বেগমের গলা কেটে হত্যা করেন আসমত আলী। পরে মেয়েকে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই কুরবান বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপরই ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

নাটোর র‌্যাব কমান্ডার এএসপি রায়হানুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসমত আলীর অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাব সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গোলাম রাব্বানী/এসকেডি