অনলাইন জুয়া চক্রের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৮ জুন) সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. আনিছুর সরদার (৩১), মো. মুকুল হোসেন (৩২), আব্দুল্লাহ আল-মামুন (৩০), আব্দুল হামিদ রানা (৪০), মো. সাইদুর রহমান (২৮), মো. শাহিদুর রহমান (৪০), মো. শাহাদৎ হোসেন (২৮), মো. কামাল হোসেন (৩০), মো. জিনারুল ইসলাম ও মাহামুদুল হাসান (২৯)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র 1xbet অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি। অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। 

ইব্রাহিম খলিল/এসকেডি