পঞ্চগড়ের আটোয়ারীতে বার্ধক্যজনিত কারণে শ্বশুর মির্জা রফিকুল ইসলাম মিঠুর (৭৭) মৃত্যুর পরের দিন বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন জুঁই আক্তার (২৭) নামের পুত্রবধূ। শনিবার (২৯ জুন) বিকেলে আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী ওই গ্রামের মির্জা আল মামুন বাবুর স্ত্রী। আটোয়ারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মির্জাপুর গ্রামের মির্জা রফিকুল ইসলাম মিঠু বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ বোধ করলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি রাত ১১টার দিকে মারা যান। পরে শনিবার দুপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর বাড়িতে ডেকোরেশনের স্ট্যান্ড ফ্যানের বিদ্যুতের লাইন দিতে গিয়ে পুত্রবধূ জুঁই আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য রবিউল ইসলাম সূর্য বলেন, ঘটনাটি আমার এলাকার। আগের রাতে শ্বশুরের মৃত্যু, তারপরের দিন বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুত্রবধূর মৃত্যু। সত্যিই হৃদয়বিদারক। একই পরিবারের দুইজনের মৃত্যুর ঘটনায় পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এসকে দোয়েল/এমজেইউ