টাকা নিয়ে উধাও সেই কবিরাজ, রাতে যুবকের দাফন
গাজীপুরের কালিয়াকৈরে রাতে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারান সাইফুল ইসলাম (৪০) নামের এক যুবক। কিন্তু মৃত ওই যুবককে ঝাড়ফুঁক করে সুস্থ করা সম্ভব বলে জানিয়ে চিকিৎসার আয়োজন করে কড়ি কেনার জন্য ১৫ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন এক কবিরাজ।
শনিবার (২৯ জুন) রাতে ঝাড়ফুঁকের আয়োজন করে সেই কবিরাজ মৃতের স্বজনদের কাছ থেকে ঝাড়ফুঁকের সরঞ্জাম কেনার কথা বলে টাকা নিয়ে ধামরাই ও সাভার যান। সেখান থেকে আর ফেরেনি কবিরাজ। পরে শেষরাতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে যুবকের।
বিজ্ঞাপন
সাপের ছোবলে নিহত সাইফুল ইসলাম কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
নিহত সাইফুল ইসলামের ভাই মো. আলী হোসেন বলেন, হাসপাতাল থেকে সাইফুলকে মৃত ঘোষণার পর আমরা তাকে বাড়ি নিয়ে আসি। জানাজার সময় নির্ধারণ করে কবরও খোঁড়া হয়। এ সময় এক কবিরাজ এসে মৃত সাইফুল ইসলামকে দেখতে চান। সাইফুলের মৃতদেহ দেখে তিনি জানান, ঝাড়ফুঁক করে জীবিত করে তোলা সম্ভব। পরে তিনি কলাগাছ, দুধ, নতুন সিলভারের কলসিসহ অনেক কিছুর ব্যবস্থা করতে বলেন। আমরা তার কথামতো ব্যবস্থাও করি। পরে কবিরাজ জানান, তার চিকিৎসার জন্য কড়ি লাগবে। সাভারে ভালো কড়ি পাওয়া যায়। পরে কড়ি কেনার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়। কবিরাজ কড়ি আনতে গিয়ে আর ফিরে আসেনি। পরে গ্রামবাসী ও স্থানীয় মুরুব্বিদের পরামর্শে রাতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
বিজ্ঞাপন
কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছামুদ্দিন বলেন, কবিরাজ প্রথমে বলেছে কড়ির জন্য ধামরাই যেতে হবে। ধামরাই খোঁজাখুঁজি করে সে বলে কড়ি এখানে নেই, সাভার যেতে হবে। সাভার গিয়ে খোঁজাখুঁজি করে সে জানায় এখানেও কড়ি নেই যেতে হবে কুমিল্লা। এরপর আর কবিরাজের খোঁজ মিলেনি। কবিরাজ ফিরে না আসায় রাত দেড়টা থেকে দুইটার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়েছিলেন কিন্তু নিহতের স্বজনরা তাকে ধরতে দেননি। কবিরাজ নাকি বলে গেছেন চিকিৎসা শেষ করার আগ পর্যন্ত এই মরদেহ ধরা যাবে না। কিন্তু ওই কবিরাজ কড়ি আনার কথা বলে গিয়ে আর ফিরে আসেননি।
শিহাব খান/এমজেইউ