কৃষকের জন্য ঈদ উপহার নিয়ে মাঠে গেলেন ইউএনও
কৃষকের জন্য ঈদ উপহার নিয়ে বোরে ধানের মাঠে হাজির হয়েছেন ইউএনও রাবেয়া পারভেজ
কৃষকের জন্য ঈদ উপহার নিয়ে বোরে ধানের মাঠে হাজির হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ।
মঙ্গলবার (০৪ মে) দুপুরে হোসেনপুরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামের কৃষকদের জন্য ঈদ উপহার নিয়ে যান তিনি। পরে কৃষকদের সঙ্গে ধান কাটা উৎসবে অংশ নেন ইউএনও।
বিজ্ঞাপন
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, হোসেনপুরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধান কাটা উৎসব ও কৃষকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ২০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লুঙ্গি ও গামছা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাসুমা আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
পূর্ব ঢেকিয়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, আমরা কৃষক। মাঠে ফলন ভালো হলে ঈদ আনন্দময় হয়। ফলন খারাপ হলে ঈদের আনন্দ থাকে না। এবার করোনার কারণে ঈদের বাজারে যাওয়া অসম্ভব। এ সময়ে ইউএনও স্যারের পক্ষ ঈদ উপহার পেয়ে আমরা আনন্দিত। তাও মাঠে এসে আমাদের উপহার দিয়ে গেছেন তিনি।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ ঢাকা পোস্টকে বলেন, করোনার ভয়ে কৃষকরা যেন আতঙ্কিত না হন সেজন্য তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের সাহস জোগাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার দিয়েছি। তাদের অভয় নিয়ে বলেছি, সব সময় উপজেলা প্রশাসন আপনাদের পাশেই আছে।
এসকে রাসেল/এএম