পুলিশের বাধা অতিক্রম করে মহাসড়কে ববি শিক্ষার্থীরা
পুলিশের বাধা উপেক্ষা করে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল পৌনে ৪টায় পুলিশের বাধা অতিক্রম করে সড়কে অবস্থান নেন তারা। তবে আজকের কর্মসূচিতে পচনশীল পণ্যবাহী ট্রাক, জরুরি সেবার পরিবহন অবরোধমুক্ত রয়েছে।
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তারা সংগীত পরিবেশন ও সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধের জন্য মিছিলসহকারে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে দেন পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ অবরোধ স্থান ও আশেপাশে অবস্থান নেয়। তবে শিক্ষার্থীরা পুলিশের বাধা টপকে গেট খুলে সড়কে অবস্থান নেন। পরবর্তীতে পুলিশ অবরোধ স্থান থেকে দূরে অবস্থান নেয়।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমাদের শান্ত কর্মসূচি বানচাল করার জন্য পুলিশ সকাল থেকে নানাভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি করছে। বিকেলে অঘোষিত ১৪৪ জারি করা হয়। শিক্ষার্থীরা যেন রাস্তায় না নামে সেই হুঁশিয়ারি দিয়েছে। আমরা মনে করি গণতান্ত্রিক দেশে অহিংসভাবে সমবেত হওয়ার অধিকার সবার আছে। তাতে কেউ বাধা দিতে পারে না। আমরা অঘোষিত ১৪৪ ভেঙে রাস্তায় এসেছি। অহিংস আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। যতদিন দাবি আদায় না হবে আমরা ঘরে ফিরব না।
পথচারী আব্দুল হাই বলেন, মুক্তিযোদ্ধা কোটার নামে বৈষম্য করা উচিত না। শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে। আমি এই আন্দোলনে সমর্থন জানাই। শুধু আমি না দেশের অধিকাংশ মানুষ এই বৈষম্য চায় না।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যানবাহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ