এরিককে সঙ্গে নিয়ে এরশাদের কবর জিয়ারত করলেন বিদিশা
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন তার ছেলে শাতাহা জারাব এরিক এরশাদ। এ সময় এরিক এরশাদের মা বিদিশা সিদ্দিক সঙ্গে ছিলেন ।
শনিবার (১৩ জুলাই) বিকেলে রংপুর মহানগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে লিচু বাগানে এরশাদের কবর জিয়ারত করেন তারা। এতে জাতীয় পার্টির স্থানীয় কোনো নেতাকর্মীরা না থাকলেও স্থানীয় বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মা বিদিশা সিদ্দিককে সঙ্গে নিয়ে রংপুরে আসেন এরশাদপুত্র শাতাহা জারাব এরিক।
করব জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরিক এরশাদ জানান, জাতীয় পার্টি থেকে তার কোনো খোঁজখবর নেওয়া হয় না। জাতীয় পার্টি যদি তাকে চায় তবে তাদের ডাকে তিনি সাড়া দেবেন।
বিজ্ঞাপন
অন্যদিকে এরশাদপুত্রের প্রতি দলীয় নেতাদের অবহেলায় জাতীয় পার্টির ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিদিশা সিদ্দিক।
প্রসঙ্গত, আগামীকাল রোববার (১৪ জুলাই) সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার বাইরে রংপুরে মহানগর ও জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মৃত্যুবার্ষিকীতে জিএম কাদের ও রওশন এরশাদপন্থী দুটি অংশই পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টির একাংশ (জিএম কাদের) আগামীকাল রোববার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান এবং বিরোধী দলের নেতা জিএম কাদের। এছাড়াও জাপার কাকরাইল এবং বনানী কার্যালয়ে দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন নেতারা।
অন্যদিকে জিএম কাদের অনুসারীদের আয়োজন থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বে অভিন্ন সময়ে স্মরণসভার আয়োজন করেছে জাতীয় পার্টির রওশনপন্থীরা। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে স্মরণসভায় রওশন এরশাদ সভাপতিত্ব করার কথা রয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর