চাচাশ্বশুরের হাতে গৃহবধু খুন
ছবি : প্রতীকী
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় শিউলী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে চাচা শশুর মোঃ সোলায়মানের বিরুদ্ধে। এ সময় নিহত নারীর স্বামী শরিফুলকে হতার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করলে সে পুকুরে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পায়।
শনিববার (১৩ জুলাই) সকালে উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারী উত্তর গ্রামে এই ঘটনা ঘটে। শিউলী আক্তার ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার গোয়ারী উত্তর গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম ও শিউলী আক্তারের তিন কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত সোলায়মান একই বাড়ির নেওয়াজ আলীর ছেলে ও শরিফুলের আপন চাচা। গতকাল শুক্রবার বিকেলে সোলায়মানের শিশু সন্তানের সাথে শরিফুলের শিশু সন্তানের ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে ঘটনার দিন শনিবার সকালে সোলায়মান এসে শরিফুল ও তার স্ত্রী শিউলী আক্তারকে ঘুম থেকে ডেকে তোলেন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সোলায়মান দা দিয়ে কুপিয়ে শিউলী আক্তারকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই শিউলী আক্তারের মৃত্যু হয়। এসময় স্বামী শরিফুলকেও হতার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করে সোলয়ামান। শরিফুল দৌড়ে গিয়ে বাড়ির পাশের পুকুরে ঝাপ দিয়ে প্রাণ রক্ষা করে।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সোলয়ামান।
বিজ্ঞাপন
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এসএমডব্লিউ