বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের বাসভবন থেকে অবরুদ্ধ অবস্থায় উপাচার্য  অধ্যাপক ড. হাসিবুর রশীদ ও তার পরিবারসহ ৬ জন শিক্ষককে উদ্ধার করে রংপুর সার্কিট হাউসে পৌঁছে দিয়েছে র‍্যাব। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১৩ এর সদস্যরা রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করেন। 

রাতে র‍্যাব-১৩ এর মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের কারণে পরিবারসহ অবরুদ্ধ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৬ জন শিক্ষক। পরে সেখান থেকে র‍্যাব-১৩ এর সদস্যরা তাদের উদ্ধার করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার আন্দোলনকারীরা উপাচার্য ও তার পরিবারসহ আরও ৬ জন শিক্ষককে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অগ্নিসংযোগ করেন এবং বাসভবনের কাছে থাকা দুটি সরকারি গাড়িতে আগুন দেন। খবর পেয়ে র‍্যাব সদর দফতরের নির্দেশনা মোতাবেক ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক এবং অপস অফিসারের নেতৃত্বে একটি চৌকস দলকে সেখানে পাঠানো হয়। টিমটি শুরুতে মডার্ন মোড়ে যায়, যেখানে আগে থেকেই পুলিশ এবং বিজিবির সদস্যরা অবস্থান করছিলেন। 

মডার্ন মোড়ে ছাত্রদের শক্ত অবস্থানের কারণে র‍্যাব-১৩ পরিকল্পনা পরিবর্তন করে এবং মেট্রোপলিটন পুলিশের কিছু সদস্যের সঙ্গে দর্শনা থেকে লালবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে উপাচার্যের বাসভবনে প্রবেশ করে র‍্যাব-১৩ এর অধিনায়ক, উপ-অধিনায়ক এবং অপস অফিসার দ্রুত অন্যান্য শিক্ষকদের সহায়তায় উপাচার্য ও তার পরিবার এবং অন্যান্য শিক্ষকদের দ্রুত র‍্যাবের গাড়িতে তুলে ফেলে। ছাত্ররা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পেছনের গেটটি বন্ধ করে দেন এবং ব্যারিকেড দেন। পরবর্তীতে র‍্যাব সদস্যরা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং উপাচার্যকে নিরাপদে রংপুর সার্কিট হাউসে নিয়ে আসেন। আসার সময় শিক্ষকদের বহন করা উপ-অধিনায়কের গাড়িটি এবং অপস অফিসের গাড়িটি শিক্ষার্থীদের রোষানলে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর