কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতিতে গত শুক্রবার রাত থেকে সারাদেশের মতো জয়পুরহাট জেলাতেও কারফিউ জারি করা হয়েছে। গতকাল সারাদিন জনজীবন স্বাভাবিকভাবে চললেও জেলার দুই পৌরসভা এলাকায় রাতে কারফিউ জারি করা হয়।

গতকাল রাত পৌনে ৮টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাজজাদ হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এ ছাড়া জেলার অন্যান্য এলাকায় জনজীবন স্বাভাবিক থাকবে। 

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জয়পুহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এই সময়ে পাঁচজন বা তার অধিক ব্যক্তিকে এক সঙ্গে সমবেত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।  

চম্পক কুমার/এনএফ