বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে টাঙ্গাইলে মোমবাতি প্রজ্বলন
সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে টাঙ্গাইলে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) রাতে টাঙ্গাইল শহরের ছয়আনী পুকুরপাড়ে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ ও প্রতিবাদী গান পরিবেশন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এসময় শিক্ষার্থীরা একদফা দাবি বাস্তবায়ন ও সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
এদিন বেলা ১১টা হতে টাঙ্গাইল শহর বিভিন্ন সড়ক ও ঢাকা-টঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এসময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশাজীবী মানুষ ও শিক্ষার্থীদের অভিভাবকরা।
অভিজিৎ ঘোষ/পিএইচ