সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে টাঙ্গাইলে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

শ‌নিবার (৩ আগস্ট) রাতে টাঙ্গাইল শহরের ছয়আনী পুকুরপাড়ে শিক্ষার্থীরা মোমবা‌তি জ্বা‌লিয়ে নিহতদের স্মরণ ও প্রতিবাদী গান প‌রিবেশন করেন।

এসময় শিক্ষার্থীরা একদফা দাবি বাস্তবায়ন ও সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান। 

এদিন বেলা ১১টা হতে টাঙ্গাইল শহর বি‌ভিন্ন সড়ক ও ঢাকা-টঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ করেন তারা। এসময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ ক‌রে সমাবেশে অংশগ্রহণ ক‌রেন বি‌ভিন্ন পেশাজীবী মানুষ ও শিক্ষার্থীদের অ‌ভিভাবকরা।

অ‌ভি‌জিৎ ঘোষ/পিএইচ