লালমনিরহাটের মিশন মোড়ে পুলিশ-আন্দোলনকারীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট-টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থী, যমুনা টিভির ক্যামেরাপার্সনসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ ও ইউএনওর বাংলোয় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর এবং শ্রমিকলীগের অফিস ভাঙচুর করা হয়। পাটগ্রামে বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে আওয়ামী লীগকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে অসহযোগ আন্দোলনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

তিনি বলেন, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।

নিয়াজ আহমেদ সিপন/এমএ