বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঠাকুরগাঁওয়ে উত্তাল অবস্থা বিরাজ করছে। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

এছাড়া, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বর্তমান ঠাকুরগাঁওয়ে উত্তাল অবস্থা বিরাজ করতে। 

এদিকে, পুলিশের ছোড়া টিয়ারশেলে বেশ কয়েকজন আন্দোলনকারী ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। 

আজ বেলা ১১টায় শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়ে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান করে। এরপরে ঠাকুরগাঁও উপজেলা সামনে গিয়ে ডিসি পার্ক হয়ে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থান নেয়। বর্তমানে ছাত্র-ছাত্রীদের মিছিলটি বড় মাঠ এলাকায় রয়েছে।

জেলা প্রতিনিধি/কেএ