বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মন্ডলপাড়ার মনিরুল উদ্দিন (২৩), বগুড়া সদরের ইসলামপুরের বাসিন্দা সেলিম রেজা (৩৫) ও বগুড়া সদর উপজেলার ঝাউতলায় অজ্ঞাত এক ব্যক্তি (৪২)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে রোববার সকাল থেকে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। একপর্যায়ে শহরের কয়েকটি মোড়ের রাস্তায় আগুন দেয়। 

এদিন সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি ছিল বগুড়া শহর ও দুপচাঁচিয়া উপজেলা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) উপ-পরিচালক আবদুল ওয়াদুদ বলেন, মর্গে তিনটি মরদেহ রয়েছে। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

শাহিনুল আশিক/এনএইচ