নোয়াখালীতে রাজনৈতিক মামলায় কারাবরণ করে একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি, অঙ্গ সংগঠন ও জামায়াতের ৪৯ জন নেতাকর্মী।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এসময় নেতাকর্মীরা জেলগেটে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত নোয়াখালীতে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে। মামলায় ৮০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামি করা হয়েছে ৪১৫ জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ৩২জন, জামায়াতের ১১জন ও শিবিরের ৬জন নেতাকর্মী রয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে নোয়াখালী জেলা কারাগার থেকে তারা সবাই জামিনে মুক্তি পান ।

নোয়াখালী জেলা কারাগারের জেলার মনির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে বিএনপি জামায়াতের ৪৯ জন নেতাকর্মী জামিন দেওয়া হয়। গতকালই তারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নেতাকর্মীদের কারামুক্ত হওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে আমাদের বিরুদ্ধে কয়েকটি গায়েবি মামলা দিয়েছিলো পুলিশ। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তাদের কারামুক্ত হওয়ার বিষয়টি আমাদের আশ্বস্ত করা হয়েছিল। গতকাল ৬ আগস্ট বিকেলে তারা কারামুক্ত হয়েছে।

নোয়াখালী জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিলো। স্বৈরাচার সরকার লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ায় সবাইকে মুক্ত করা হয়েছে। 

হাসিব আল আমিন/এমএসএ