পুলিশের কর্মবিরতির সময়ে রাজবাড়ী শহরে ট্রাফিকের কাজ করছে ফায়ার সার্ভিস, স্কাউটস, রেডক্রিসেন্ট, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮আগস্ট) সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন পয়েন্টে তাদেরকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের বড়পুল মোড়, বকুল তলা, কোর্ট চত্ত্বর, পান্না চত্বর, ১ নম্বর রেলগেট, ২ নম্বর রেলগেট, রাজবাড়ী বড় বাজারের ৫ তলার সামনে, মনেক্কা টাওয়ারের সামনে, রুপালী ব্যাংকের মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় ফয়ার সার্ভিস, স্কাউটস, রেডক্রিসেন্ট, বিএনসিসি সদস্যদের। তাদের সঙ্গে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় তারা ট্রাফিক পুলিশের মতো লাঠি হাতে দায়িত্ব পালন করেছেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের উপহার দিয়েছেন ফল, পানি, জুসসহ বিভিন্ন খাবার।

সাধারণ শিক্ষার্থীরা জানান, চলামান সংকটে নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। শহরে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এ কারণে তারা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য কাজ করছেন। সড়কের সৌন্দর্য ফেরাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করে যাচ্ছেন তারা।

ফায়ার সার্ভিস, স্কাউটস, বিএনসিসি ও রেডক্রিসেন্টের সদস্যরা বলেন, ট্রাফিক পুলিশ না থাকায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট তৈরি হচ্ছিল। সবকিছু বিবেচনা করে আমরা নিজেরাই শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে মাঠে নেমেছি। জনসাধারণ আমাদের এই কাজ দেখে উৎসাহ ও বাহবা দিচ্ছেন। পুলিশ যতদিন পর্যন্ত কর্মস্থলে না ফিরবে ততদিন আমরা এই কাজগুলো করে যাব।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আমাদের সদস্যরাও কাজ করছে। পুলিশ যতদিন পর্যন্ত কর্মস্থলে না আসবে ততদিন পর্যন্ত আমরা থাকব।

মীর সামসুজ্জামান সৌরভ/এনটি/এমজেইউ