৪ আগস্টের আগে সবাই আওয়ামী লীগ ছিল, এখন সবাই বিএনপি হয়ে গেছে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, ৪ আগস্টের আগে সবাই আওয়ামী লীগ ছিল, এখন সবাই বিএনপি হয়ে গেছে। এটা ঠিক না। এতে দুষ্কৃতকারীও আছে। এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দেশের সংখ্যলঘুসহ সব শ্রেণিপেশা ও ধর্মের মানুষের নিরাপত্তা দিতে দিনরাত কাজ করছে বিএনপি। কেউ গুজবে কান দেবেন না। পরিকল্পিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।
গতকাল ময়মনসিংহ প্রেসক্লাবে সংখ্যালঘু ও ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, আমি সংখ্যালঘু বলতে রাজি না। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। এই ঐক্য ধরে রাখতে আমরা সর্বদা সচেষ্ট। দুইদিন আগে যা হয়েছে, তা দুর্ঘটনা। ইতোমধ্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির ১১টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাড়া-মহল্লায় দলে দলে কাজ করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দলের কেউ কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়িত থাকলে তাকেও কঠোরভাবে দমন করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
এনএফ