ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৭ মে) সকালে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, নুডলস, তেল, চিনি, আটা, দুই রকমের চালসহ নানা উপকরণ।
মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ. এম. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মো. আরজু ও মজিদ-নাহার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আলআমিন শাহীন।

এ সময় বক্তারা মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় হতদ্ররিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিরা অসহায় ও হতদরিদ্রদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

আজিজুল সঞ্চয়/এএম