প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের বাড়িতে হামলা
ইনসেটে জাওয়াদ নির্ঝর
করাপশন ইন মিডিয়া ডটকমের সম্পাদক লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের বাড়িতে হামলা হয়েছে। শেখ হাসিনার পতনের দিন গত ৫ আগস্ট সন্ধ্যার দিকে তার মাগুরা শহরের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, স্থানীয় শামীম নামে এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা চালানো হয়। শামীম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
বিজ্ঞাপন
জানা গেছে, সরকার পতনের সুযোগে মাগুরা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের মধ্যে জাওয়াদ নির্ঝরের বাড়িতে এ হামলা চালানো হয়। এ সময় সিসিটিভি ভাঙচুর, ঘরের নানা জিনিসপত্র লুটপাট এবং অগ্নিসংযোগ করে হামলাকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এই ব্যাপারে জাওয়াদ নির্ঝরের বাবা আবু মোশারফ হোসেন বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে হত্যারও হুমকি দেয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
এমজেইউ