গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল পড়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল পড়ে রাবেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ মে) সন্ধ্যায় শহরের মার্কাজ মসজিদের সামনে রেইনট্রি গাছের ডাল ভেঙে পড়ে তার মৃত্যু হয়। রাবেয়া বেগম শহরের সরকারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রদের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজার রহমান  বলেন, রাবেয়া বেগম ইফতার করার জন্য হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে মার্কাজ মসজিদ এলাকায় পুরাতন রেইনট্রি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রিপন আকন্দ/এএম