মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও পথচারীর মাঝে সবজি বিতরণ

মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও পথচারীর মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৭ মে) সকালে শহীদ সামসুজ্জোহা পার্কে এ সবজি বিতরণ করা হয়। 

ফ্রি সবজির বাজারে ছিল মাছ, মিষ্টি কুমড়া, পুইশাক, পেঁয়াজ, ঢেঁড়স, লাউ, কাঁচা মরিচ, আলু ও পটল ইত্যাদি।

জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোনাকালে অর্থের অভাবে অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। কিছুটা হলেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, শুধু তাই নয়; করোনাকালে আমরা অক্সিজেন ব্যাংক তৈরি করেছি। সেই সঙ্গে করোনা আক্রান্ত রোগী মারা গেলে তাদের দাফনের জন্য একটি স্বেচ্ছাসেবক ইউনিট তৈরি করেছি। ১৪ হাজার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। মেহেরপুর যুবলীগ সবসময় মানুষের পাশে থেকে কাজ করে। 

সবজি বিতরণের সময় উপস্থিত ছিললেন জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, মিজানুর রহমান অপু, সাইদুর রহমান, মেজবাহ উদ্দিন, রোকনুজ্জামান রোকন, শেখ সারাফতসহ যুবলীগের নেতাকর্মী।

এদিকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি যাওয়ার সময় অসহায় মানুষগুলো নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। অনেকেই যুবলীগের এ উদ্যোগের প্রশংসা করেছেন। 

মোহাম্মদ মিলন/এএম/জেএস