সাত চাঁদাবাজকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিল শিক্ষার্থীরা
ফেনীতে সড়ক থেকে সাত চাঁদাবাজকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) বিকেলে শহরের মহিপাল এলাকায় তাদের আটক করেন তারা।
বিজ্ঞাপন
জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারাদেশের মতো ফেনীর বিভিন্ন সড়কে যানজট নিরসনে সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। কিন্তু শিক্ষার্থীদের নামে শহরের বিভিন্ন সড়কে একটি চক্র চাঁদা আদায় করে আসছিল। খবর পেয়ে ছাত্ররা শহরের মহিপাল এলাকায় গিয়ে সাতজনকে হাতেনাতে ধরে সেনাবাহিনীর সদস্যদের কাছে সোপর্দ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোতালেব নামে শহরে চলাচলরত এক সিএনজি অটোরিকশা চালক বলেন, আমরা চালকরা অনেক বিষয় বুঝি না। এ চক্রটি গত কয়েকদিন ছাত্রদের কথা বলে টাকা নিয়েছেন। সর্বশেষ বিষয়টি কয়েকজন ছাত্রকে জানালে তারা ব্যবস্থা নেন।
এ ব্যাপারে সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা আরাফাত হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, সুন্দর একটি রাষ্ট্র গঠনে আমরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু অসাধু লোক এখনো নানাভাবে অনিয়ম-দুর্নীতি করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ছাত্রসমাজ সজাগ রয়েছে। আমরা সকলের সহযোগিতা নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।
তারেক চৌধুরী/এমএসএ