পাথর উত্তোলনের গর্তে ডুবে শ্রমিক নিখোঁজ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে বিষাদু মিয়া (৩৬) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রোববার (১২ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বোমা মেশিন দিয়ে ভুগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র। প্রতিদিনের মতো রোববার সকালে উপজেলার শ্রীরামপুর এলাকার কাকাতু মুন্সির বাড়ির পাশে একটি পুকুরে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছি চক্রটি। এ সময় অসাবধানতায় কাজ করতে গিয়ে গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলাতে পারেনি স্থানীয় লোকজন।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রধান বলেন, অনেক খোঁজাখুজি করার পরেও তার সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নিয়াজ আহমেদ সিপন/এএমকে