হৃদয়ের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার (২২) পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দিয়েছে তার। একইসঙ্গে এই পরিবারের কর্মক্ষম কোনো ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
গতকাল বিকেলে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় শহীদ হৃদয় তরুয়ার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত হৃদয়ের পরিবার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. হেমায়েত জাহান শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়ার হাতে নগদ অর্থ তুলে দিয়ে পরিবারের যোগ্য যেকোনো ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক মো. জিল্লুর রহমান, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মো. জামাল হোসেন, অধ্যাপক মো. মাসুদুর রহমান ডেপুটি রেজিস্ট্রার মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে। এ ছাড়াও শিক্ষকদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পটুয়াখালী দুমকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. হেমায়েত জাহান বলেন, পটুয়াখালীর কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া যেভাবে মারা গেছেন, এটা কারও কাম্য নয়। নিহত হৃদয়ের পরিবারের পাশে আমরা আছি। এই পরিবারের সামাজিক নিরাপত্তার জন্য যা করণীয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তা করা হবে।
এনএফ