শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ খুকু। নানা অনিয়ম-দুর্নীতি এবং অর্থ লুটপাটের অভিযোগ তুলে তার পদত্যাগ চেয়ে আসছিলেন শিক্ষার্থীরা।  

পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছেন নার্সিং ইন্সট্রাক্টর মোছা. আরজিনা খাতুন।  

সাবেক ইনচার্জ সম্পর্কে শিক্ষার্থীরা অভিযোগ করেন, একজন স্টুডেন্টের বাবা মারা গেছে, ইনচার্জের কাছে ছুটি চাইতে গেলে সরাসরি ইনচার্জ বলেন— মাটি দিয়ে দিতে বলো ২ দিন পর কলেজ বন্ধ হবে, তখন বাসায় যাবে। 

যশোর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা ইনচার্জের রুমে ঢুকে তাকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তী আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনি এবং ইনচার্জের সাথে কথা বলি। আমাদের উপস্থিতিতে ইনচার্জ মহাপরিচালকের সাথে কথা বলে পদত্যাগ পত্রে সাক্ষর করেন এবং অত্র কলেজের একজন শিক্ষক ভারপ্রাপ্ত দায়িত্ব নেন।

এ্যান্টনি দাস অপু/এনএফ