ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ আগস্ট) ভোরবেলা থেকে সাইনবোর্ড থেকে বন্দরের মদনপুর অংশ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় সাড়ে ৮ কিলোমিটার যানজট থাকলেও দুপুর ১২টার পর স্বাভাবিক হয়ে যায়।

জানা যায়, ভোরে সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে ভোর থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কোনো যানজট নেই। লোকাল লেনসহ ৮ লেনে স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে। তবে সকালের জ্যাম ও বৃষ্টির কারণে চট্টগ্রামরোডের কাউন্টারগুলোতে যাত্রী শূন্য।

শ্যামলী কাউন্টারের ম্যানেজার সাকিব হাসান বলেন, সকাল থেকেই মহাসড়কে প্রচুর জ্যাম ছিল। অনেক যাত্রী এসে ফিরে গেছে। সাইনবোর্ড থেকে বাস চট্টগ্রামরোডে আসতে ১ ঘণ্টার ওপর লাগতো। কিন্ত এখন জ্যাম স্বাভাবিক আছে। দ্রুতই বাস আসতে পারছে। তবে এখন যাত্রীর সংখ্যা একেবারেই কম।

চট্টগ্রামের যাত্রী মোক্তার হোসেন বলেন, আমি চট্টগ্রাম যাব। সকাল থেকে বসেছিলাম। জ্যামের কারণে কোনো গাড়ি পাচ্ছি না। কখন গাড়ি আসবে জানি না।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, লাঙ্গলবন্দে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। কাভার্ডভ্যানটি সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে এখন কোনো যানজট নেই।

আরকে