১০০ অসহায় মায়ের মুখে হাসি ফোটাল ‘হামাকে নওগাঁ’
ফেসবুক গ্রুপ ‘হামাকে নওগাঁ’র সদস্যদের আর্থিক সহযোগিতায় ১০০ অসহায় মায়ের মুখে হাসি ফুটেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত তারা জেলার বিভিন্ন উপজেলার ১০০ অসহায় মায়ের হাতে ঈদ উপহার তুলে দেন।
২০১৯ সালে ১৩ জুলাই জেলার ১১ উপজেলার কয়েকজন তরুণ ‘সমৃদ্ধ নওগাঁ গড়তে কাজ করব মানবতার কল্যাণে’ স্লোগান বাস্তবায়ন করতে গড়ে তোলেন ফেসবুক গ্রুপ ‘হামাকে নওগাঁ’। বর্তমানে এই গ্রুপের সদস্য ৯৯ হাজার।
বিজ্ঞাপন
জানা গেছে, সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, দুঃস্থ-অসহায় রোগীর চিকিৎসা সেবা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ আর্থিক সহায়তার পাশাপাশি মান্দা উপজেলার লহ্মীরামপুর বটতলীর মোড়ে তাহের মন্ডল ও সদর উপজেলার হাসাইগাড়ি রোডে ইয়াদ আলী নামে দুই অসহায় বাবাকে দুটি দোকান করে দিয়েছে। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে ১০০ অসহায় মায়ের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
হামাকে নওগাঁর প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, অসহায় পরিবারের মায়েদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই আয়োজন। ঈদের আনন্দ আমরা যেমন উপভোগ করব, তেমনি এসব মায়েরা হাসিমুখে ঈদের আনন্দ উপভোগ করবেন।
উপহার সামগ্রী পেয়ে রানীনগর উপজেলার হামেদা বেওয়া, আত্রাই উপজেলার লুৎফুন বেওয়া, বদলগাছি উপজেলার আমেনা বেওয়া, সাপাহার উপজেলার হাজেরা বেওয়া, মহাদেবপুর উপজেলার ফাতেমা বেওয়া, পত্নীতলা উপজেলার বিলকিস বেওয়া, মান্দা উপজেলায় সফিরুন বেওয়া ও নওগাঁ সদর উপজেলার জান্নাতুন বেওয়াসহ অনেকেই উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত হামাকে নওগাঁ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গ্রুপের আরেক অ্যাডমিন (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, হামাকে নওগাঁর মাধ্যমে জনসাধারণের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। তবে গ্রামের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
নওগাঁ একুশে পরিষদ সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন, চারপাশে কী ঘটছে সেগুলো ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগলসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে সবাই। দূরের আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ফেসবুকের প্রভাব রয়েছে। এমনকি জনমত গঠনে ও সচেতনতা সৃষ্টিতে ফেসবুক গ্রুপের প্রভাব রয়েছে। হামাকে নওগাঁ গ্রুপ যে উদাহরণ সৃষ্টি করল তা দেখে অনেকেই এগিয়ে আসবে।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম বলেন, এবারের ঈদ হবে একেবারেই অন্য রকমের। ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেল ও সদস্যসহ এলাকার তরুণ যুবকরা অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দিচ্ছে, এ রকম ভালো কাজের উদ্যোগ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।
শামীনূর রহমান/এসপি