ভৈরবে নাজমুল হাসান পাপনের নামে আরেকটি মামলা
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের ৯৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভৈরব থানায় রুবেল মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি ভৈরবপুর গ্রামের মতি মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে ছাত্রদের ওপর গুলি, ককটেল, পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং ভৈরবে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয় ঢুকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
এ নিয়ে নাজমুল হাসান পাপনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার ভৈরবে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে নাজমুল হাসান পাপনসহ ১৪০ বিরুদ্ধে মামলা হয়েছে। ভৈরব থানায় আলম সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি পৌরসভার কমলপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপির কর্মী।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/জেডএস