নোয়াখালীর সদর উপজেলায় মো. মাহমুদুল হাসান ও রানা নামের মাদকের দুই ক্রেতা এবং বিক্রেতা ফাঁদে ফেলে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে অশ্বদিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম করিমপুরের কবির আহমেদের ছেলে মো. মাহমুদুল হাসান (২৪) ও ৩ নং ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. রানা (২২)। 

জানা যায়,  মাহমুদুল হাসান মাদক ক্রয় করার জন্য  রানার কাছে যাবে। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সেনাবাহিনীর  ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট তানভীর আহামেদ ইমন সেনাবাহিনী ও পুলিশ নিয়ে হাতেনাতে তাদের আটক করেন। তারপর তাদের সুধারাম মডেল থানার মাধ্যমে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যৌথবাহিনীর ফাঁদে মাদকের ক্রেতা-বিক্রেতাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা নোয়াখালী জেলা কারাগারে আছেন। যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রসীদের আটক অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/এমএসএ