মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (সেপ্টেম্বর) বেলা ১২টায় শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে ‘বিপ্লবী মঞ্চ’ নামের সংগঠন।
বিজ্ঞাপন
সংগঠনের আহ্বায়ক আশিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম, আমার দেশ পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট জামাল উদ্দিন, সুমন মোল্লা, আসাদুল্লাহ, আমিমুল এহসান, রাইয়ান বিন আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যে মামলায় মজলুম সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। একজন দলীয় বিচারকের কাছে ন্যায়বিচার পাননি আইনের প্রতি শ্রদ্ধাশীল মাহমুদুর রহমান। এ কারণে অতিদ্রুত মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়াসহ আমার দেশ পত্রিকার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে তা তুলে নেওয়ার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
সোহেল হোসেন/জেডএস