দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
দুই ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপল দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর উপজেলার বাগজান এলাকায় তরা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি ট্রাকের চালক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনার পরপরই ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় প্রান্তে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপল দাস বলেন, দুর্ঘটনায় দুটি ট্রাকের চালক আহত হয়েছেন, তবে তাদের নামপরিচয় এখনো জানা যায়নি। আজকে রাত পৌনে ৮টার দিকে রেকার দিয়ে সড়ক থেকে ট্রাক দুটি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সোহেল হোসেন/এএমকে