ঈদ উপহারের পুরো টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বরাদ্দ হওয়া ৪৫০ টাকা হারে ৪০১৩ জনের (১৮ লাখ ৫ হাজার ৮৫০) টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় ছোট বিঘাই ইউনিয়নের ছয় জন মেম্বার পটুয়াখালী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ফারুক হাওলাদার জানান, তার ওয়ার্ড থেকে ১৫ রমজানে ২২০ জনের তালিকা চেয়ারম্যান বরাবর পৌঁছানো হয়। ঈদের আগে সবাইকে ৪৫০ টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। আশপাশের এলাকাগুলোয় ইতোমধ্যে এই টাকা বিতরণ করায় এ নিয়ে তারা বিব্রতকর অবস্থায় পড়েছেন।
বিজ্ঞাপন
৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসা. হোসনেআরা বেগম জানান, তিনি তিনটি ওয়ার্ডের তালিকা তৈরি করে জমা দিয়েছেন। প্রতি ওয়ার্ড থেকে ৭০ জনের নাম দেওয়া হয়েছে। কিন্তু কেউ টাকা পায়নি। এখন সবাই তার বাড়িতে উপস্থিত হয়ে বিভিন্ন কটু কথা বলছে।
৯ নং ওয়ার্ডের অফিসের হাট বাজারের দক্ষিণ পাশের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, মেম্বার আমার কাছ থেকে ন্যাশনাল আইডি কার্ডের (এনআইডি) ফটোকপি নিলেও আমি টাকা পাইনি। প্রধানমন্ত্রী ঈদ উপহার দিয়েছেন, ঈদের আগে সেই টাকা না পাইলে কী লাভ। টাকা পাইলে তা দিয়ে হয়ত সেমাই চিনি কিনতে পারতাম।
বিজ্ঞাপন
ছোট বিঘাই ইউনিয়নের ট্যাগ অফিসার সুভাষ চন্দ্র হাওলাদার জানান, ছোট বিঘাই ইউনিয়নে প্রধানমন্ত্রী ঈদ উপহার ৪৫০ টাকা এখনও দেওয়া হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হাওলাদার বলেন, ‘টাকা ব্যাংকে আছে, খুচরা টাকা না থাকায় টাকা দিতে পারিনি। ঈদের পর দিয়ে দেব।’
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঈদের আগে দেওয়া করার কথা। কেন দেওয়া হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসএসএইচ