অপরাজনীতির হোতাদের লাগাম টানার আহ্বান কাদের মির্জার
অপরাজনীতির হোতাদের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (১৩ মে) রাত ৯টায় নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আবদুল কাদের মির্জা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরিবের জন্য কাজ করেছেন। শেখ হাসিনাও গরিব মানুষের জন্য কাজ করছেন। রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় তিনি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। ভারত, চীনের জন্য রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পুনর্বাসন জন্য ভাসানচরকে সকল সুযোগ সুবিধা সম্পন্ন করে তৈরি করেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী, আপনি অপরাজনীতির হোতাদের লাগাম টেনে ধরুন। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের উপরে ওঠার সুযোগ করে দেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। গত ডিসেম্বরে ওই পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন তিনি। নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন কাদের মির্জা।
গত ৩১ মার্চ নিজের ফেসবুক আইডি থেকে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং জনপ্রতিনিধি হিসেবে আর নির্বাচন করবেন না বলে জানান।
হাসিব আল আমিন/এসএসএইচ