অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
‘যত বড়ই হোন না কেন মনে রাখবেন আইনের হাত তার থেকেও বড়’
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজায় পূজারীরা পূজা করবেন, রাজনৈতিক কর্মীরা আগামী কয়েকদিন যেকোনো ধরনের অপশক্তি মোকাবিলায় প্রস্তুত থাকবেন।’
শুক্রবার (১১ অক্টোবর) রাতে শৈলকুপা উপজেলার নিজ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি ঝিনাইদহের শৈলকুপার মধ্যপাড়া রামবাবুর মন্দির, নগরপাড়া মন্দির, কবিরপুর সার্বজনীন দুর্গামন্দিরসহ স্থানীয় কয়েকটি মন্দিরে গিয়ে পূজামন্ডপ পরিদর্শন করে তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র আমরা বহাল রাখতে চায়। আমরা চাই না দেশের পূজা উৎসবে কোনো ধরনের বিশৃঙ্খলা হোক । যে যত বড়ই হোন না কেন মনে রাখবনে আইনের হাত তার থেকেও বড়।
এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সার্কিট হাউসে জেলা প্রশাসকে পক্ষ থেকে এ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরান জাকারিয়া ঢাকা পোস্টকে দেওয়া তথ্যে জানা যায়, ঝিনাইদহ জেলাতে মোট ৪৩৫টি পূজামণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ রয়েছে ৫৯টি। যার মধ্যে ঝিনাইদহ সদর উপজেলাতে ১০৩টি পূজামণ্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজামন্ডপ রয়েছে ৯টি, শৈলকুপাতে ১২৩টি মন্ডপের মধ্যে ২৪ টি, হরিণাকুন্ডুতে ২৭টি মণ্ডপের মধ্যে ৩টি, কালীগঞ্জে ৯৯টি মন্ডপের মধ্যে ১৪টি, কোটচাঁদপুরে ৪১টি মন্ডপের মধ্যে ১টি, মহেশপুরে ৫২টি মন্ডবের মধ্যে ৮টি।
আরও জানান, এসব মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেক মণ্ডপে ৬ জন করে আনসার সদস্য, ২ জন করে গ্রাম পুলিশসহ সীমান্ত এলাকায় বিজিবি, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিশেষ টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।
আব্দুল্লাহ আল/আরকে