জৈনাবাজার এলাকায় ঢাকাগামী গণপরিবহন ফিরিয়ে দিচ্ছে পুলিশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর জেলার প্রবেশমুখ জৈনাবাজার এলাকায় ঢাকাগামী সব ধরনের গণপরিবহন ফিরিয়ে দিচ্ছে পুলিশ। সোমবার (১৭ মে) সকাল থেকে মহাসড়কের ওই অংশে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গণপরিবহন থেকে যাত্রী নামিয়ে ময়মনসিংহের দিকে ফেরত পাঠানো হচ্ছে। 

এতে দুর্ভোগে পড়েছেন ঈদ শেষে ঢাকামুখী সাধারণ মানুষ। গণপরিবহন না পেয়ে তারা ভ্যানগাড়ি, খোলা পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে ফিরছেন। 

দুই শিশুসহ ময়মনসিংহের নান্দাইল থেকে গাজীপুরের উদ্দেশ্যে আসছিলেন আকরাম হোসেন। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। 

আকরাম বলেন, বাড়ি থেকে বের হয়েই পদে পদে ভোগান্তিতে পড়তে হয়েছে। দুই সন্তান নিয়ে সীমাহীন কষ্ট-যন্ত্রণা সহ্য করে অবশেষে গাজীপুরের একটি বাস পেয়েছিলাম। অতিরিক্ত ভাড়ায় রওনা হলেও পথিমধ্যে পুলিশ গাড়ি ঘুরিয়ে দেওয়ায় আমরা নেমে যাই। এখন বাসের চালক ও কন্ডাক্টর ভাড়া ফেরত না দিয়েই ময়মনসিংহের দিকে চলে গেল। আবার ভ্যানগাড়িতে উঠেছি। সন্তান নিয়ে বাকি পথ কী করে যাব?

একইভাবে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রী মহসিন আহমেদ। তিনি বলেন, নেত্রকোনার কলমাকান্দা থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি। ভেঙে ভেঙে কয়েকটি যান বদলে জৈনাবাজার পর্যন্ত এসেছিলাম। এখান থেকে পুলিশ আমাদের বাস ময়মনসিংহের দিকে ঘুরিয়ে দিল।

মমিনুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, রোববার ব্যাংক খুলেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। দূরপাল্লার একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলাম। মাঝপথে পুলিশ বাস ঘুরিয়ে দেয়ায় স্ত্রী-সন্তান নিয়ে দুর্ভোগে পড়েছি। বাধ্য হয়েই বাকি পথ ভেঙে ভেঙে যেতে হবে। লোকাল বাসে চড়তে হবে। 

এদিকে পুলিশ বাস ঘুরিয়ে দেওয়ায় অনেক যাত্রী যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

এ বিষয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রতন কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শিহাব খান/আরএআর/জেএস