সাভারের আশুলিয়ায় বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত

সাভারের আশুলিয়ায় পৃথক ঘটনায় বাস-অটোরিকশা এবং বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার নিরিবিলি ও বাইশমাল এলাকার গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, বৈশাখী পরিবহনের একটি বাস মানিকগঞ্জে যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় বাসের সঙ্গে ঢাকামুখী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আটজন আহত হন। তাদের গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় ঢাকামুখী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী আহত হন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, দুটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

মাহিদুল মাহিদ/এএম