বগুড়ায় করোনায় মৃত্যু বেড়ে ৩০৭
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল
বগুড়ায় করোনায় সিরাজুল ইসলাম (৭৭) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৮ জন। সোমবার (১৭ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
সিরাজুল ইসলাম বগুড়া শহরের কলোনির বাসিন্দা। তিনি রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ৫৭ নমুনার ফলাফলে ১৪ জন পজিটিভ হয়েছেন। এদের মধ্যে সদরের ১১, বাকি তিনজন দুপচাঁচিয়া, আদমদিঘী ও শিবগঞ্জের। আক্রান্তের হার ২৪ দশমিক ৫৬ শতাংশ।
ডা. তুহিন বলেন, ১৬ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৩টি নমুনায় আটজনের পজিটিভ এসেছে। টিএমএসএসের ১৪ নমুনায় ছয়জনের পজিটিভ এসেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন ১২ হাজার ৭৬ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫১ জন। ৩০৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন ৪১৮ জন।
সাখাওয়াত হোসেন জনি/এএম