শেখ হাসিনার জনপ্রিয়তা ধ্বংস করছে অপরাজনীতির হোতারা
মেয়র আবদুল কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ধ্বংস করছে অপরাজনীতির হোতারা। শেষ করে দিচ্ছে তার সব অর্জন। এটি দিবালোকের মতো সত্য কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১৭ মে) উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
কাদের মির্জা বলেন, উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তাহলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বৃদ্ধি পাবে। এই সরকার আগামী আড়াই বছর উন্নয়ন করলে উন্নয়নের বাকি কিছুই থাকবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এএম