পুলিশ বক্সের সামনে থেকে রিমোটচালিত বোমা উদ্ধার
বোমাটি নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে রিমোটচালিত বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমাটি নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (১৭ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বোমাটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
বিজ্ঞাপন
এর আগে বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন একটি বাজারের ব্যাগে বোমা দেখে পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ বক্স থেকে সরে যান তারা। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ওই এলাকা ঘেরাও করে বোমাটি উদ্ধার করেন।
ওসি মশিউর রহমান বলেন, বোমার ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকা ঘেরাও করি। পরে বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
বিজ্ঞাপন
রাজু আহমেদ/এএম