যশোরের শার্শায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) ওই শিশুর নানা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে রোববার (১৬ মে) নিজের সন্তানকে ধর্ষণ করে বাবা। পরে মা বাড়িতে এলে মেয়ে মাকে সব ঘটনা বলে। এ সময় পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় এমন জঘন্য ঘটনার জন্য তারা মামলা করবে। সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বাবাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ভুক্তভোগী শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সমাজ দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। তার জলন্ত উদাহরণ এ ধরনের ঘটনা। অপরাধীর এমন সাজা হওয়া দরকার যাতে আর কেউ এমন কাজ করতে সাহস না পায়।

উল্লেখ্য, যশোরের শার্শায় সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়েছে। গত ৪ মাসে ৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

এসপি