২১ মসজিদের পানি নিতে গিয়ে অটোরিকশা উধাও
ফাইল ছবি
রাশেদ মিয়া (১৫)। লালমনিরহাটের হাতীবান্ধার উপজেলার দালান পাড়া এলাকার আমির আলীর ছেলে। শনিবার (২ জানুয়ারি) দুলাভাই অসুস্থ থাকায় তার অটোরিকশাটি নিয়ে বড়খাতা বাজারে আসেন।
সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জের ভুল্লারহাটে যাওয়ার জন্য অজ্ঞাত দুই ব্যক্তি ৩শ টাকা ভাড়ায় অটোরিকশায় উঠেন। সেখান থেকে তারা নুরুজ্জামান কবিরাজের বাড়ি যান। কবিরাজের বাড়িতে ঘণ্টাখানেক থাকার পর দুই ব্যক্তি রাশেদকে বলে তোমাকে ভাড়া আরও বেশি দেব, ২১টি মসজিদের নলকূপ থেকে পানি সংগ্রহ করতে হবে।
বিজ্ঞাপন
একে একে ১৭/১৮ টি মসজিদের নলকূপের পানি সংগ্রহ হয়ে গেল। ইতোমধ্যে তারা হাজির হলেন কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কেন্দ্রীয় (কোর্ট) মসজিদ এলাকায়। সেখানে খেলার মাঠে অটোরিকশা রেখে রাশেদ পানি নিতে যায়। ফিরে এসে দেখে তার অটোরিকশাটি নেই।
পরে এদিক ওদিক খোঁজাখুঁজি করে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাশেদ। স্থানীয়দের সহযোগিতায় কবিরাজের নম্বর সংগ্রহ করে ফোন দেন রাশেদ ও শরিফুল নামে আরেক অটোরিকশা চালক। কবিরাজের কাছে ওই দুই ব্যক্তিকে চেনেন কিনা জানতে চাই। পরে কবিরাজ দুইজনকে চেনার কথা জানান। এ কথা শুনে দ্রুত তার বাড়িতে গিয়ে অটোরিকশা ছিনতাইয়ের কথা বলতেই কথা পাল্টে ফেলেন কবিরাজ। রেগে গিয়ে না চেনার কথা বলে তাদেরকে তাড়িয়ে দেন।
বিজ্ঞাপন
এদিকে, উপায় না পেয়ে কালীগঞ্জ থানায় বাধ্য হয়ে কবিরাজ নুরুজ্জামান ওরফে নাউ কবিরাজসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন রাশেদ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোচালক রাশেদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। সেটি আমলে নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে আসল রহস্য কি।
এসপি