দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় তরিকুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এতে আরও এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পালংখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম কক্সবাজার র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পে কর্মরত ছিলেন। আহত র‌্যাব সদস্যের নাম কাউসার। তিনিও একই ক্যাম্পে কর্মরত।

র‌্যাব কর্মকর্তারা জানান, ওই দুই র‌্যাব সদস্য মোটরসাইকেল যোগে অপারেশনের তথ্য সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে তাদের ট্রাক চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তরিকুল ইসলামের মৃত্যু হয়। আহত কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে জানান, অপারেশনের তথ্য সংগ্রহ করতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী দুই র‌্যাব সদস্যকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিলে সেখানে একজনের মৃত্যু হয়। 

আরএআর