প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
ঝালকাঠির নলছিটিতে রুম্মন বিশ্বাস আনিস (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।
আনিস ওই ইউনিয়নের সাত্তার বিশ্বাসের ছেলে ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজার কর্মচারী।
বিজ্ঞাপন
নিহত আনিসের চাচাতো ভাই আহত আশিক বলেন, স্থানীয় আইয়ুব আলী সরকারের সঙ্গে তাদের জমিজমার বিষয়ে বিরোধ ছিল। এর জের ধরে রোববার রাতে আইয়ুব আলীর ছেলে আল-মামুন, নাতি জিহাদসহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা করে। তখন আনিস, আকিব, মাসুম ও মুন্না আহত হয়।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে আনিস টোলপ্লাজা যাওয়ার জন্য বাড়ির সামনের সড়কে অপেক্ষা করছিল। এ সময় প্রতিপক্ষরা মোটরসাইকেল করে এসে আনিসের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসপি