কুমারখালীতে ট্রাকের ধাক্কায় লেগুনা চালকের মৃত্যু
ফাইল ছবি
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৫০) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। রোববার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কান্দি এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া পূর্বপাড়া গ্রামের মৃত শমসের আলী মুন্সির ছেলে। তিনি পেশায় লেগুনা চালক।
বিজ্ঞাপন
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন সাজ্জাদ। রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কান্দি এলাকায় লেগুনা থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটা মিটিংয়ে ব্যস্ত আছি। পরে কথা বলব।
এসপি