বিমানবন্দর থেকে বিআরটিসি বাসে ৪৮ যাত্রীকে হোটেলে নেয়া হয়

দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য থেকে সিলেট এসেছেন ৪৮ যাত্রী। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ ঢাকা পোস্টকে জানান, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৪৮ জন যাত্রী সিলেট এসেছেন। তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করবে জেলা প্রশাসন। বিআরটিসি বাসে তাদের হোটেলে নেয়া হয়েছে। 

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা ও মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব ঢাকা পোস্টকে জানান, সোমবার যুক্তরাজ্য থেকে সিলেট আসা যাত্রীরা নিজ খরচে হোটেল হলিসাইড ও স্টার প্যাসিফিকে থাকবেন।

বাংলাদেশ বিমানের সিলেট অফিসের ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার ঢাকা পোস্টকে বলেন, সাধারণত যুক্তরাজ্য থেকে ফ্লাইটে প্রায় ২০০ জন করে যাত্রী সিলেট আসতেন। তবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে শুনে বেশির ভাগ যাত্রীই ফ্লাইট বাতিল করেছেন।

উল্লেখ, গত সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়।

আরএআর