মোংলায় বিদেশি জাহাজের প্রধান প্রকৌশলী করোনায় আক্রান্ত
বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে থাইল্যান্ড থেকে আসা এমভি সুমি নামে একটি জাহাজের প্রধান প্রকৌশলী সুরিয়ার শরীরে করোনা ধরা পড়েছে। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট লিমিটেডের খুলনার প্রতিনিধি অসীম জানান, রোববার (১৬ মে) দুপুরে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসে। পশুর নদীর পাড়ে অবস্থিত এনার্জিপ্যাক নামে এলপিজি কারখানায় ওই জাহাজ থেকে তরল গ্যাস খালাসও করা হয়। এর মধ্যে বন্দর কর্তৃপক্ষের হাতে জাহাজের প্রধান প্রকৌশলীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরীক্ষার জন্য ওই জাহাজে থাকা মোট ১৪ নাবিকের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞাপন
মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, থাইল্যান্ডের পতাকাবাহী এমভি সুমি নামের এলপিজি বহনকারী জাহাজের প্রধান প্রকৌশলীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। জাহাজে থাকা অন্য নাবিকদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে প্রধান প্রকৌশলী সুরিয়া ছাড়া অন্যদের শারীরিক অবস্থা ভালো।
তানজীম আহমেদ/এসপি
বিজ্ঞাপন