যে হাটে ৪০ বছর ধরে বিক্রি হয় শ্রম
চলছে দরদাম। টাকা দিলেই মিলছে পছন্দমতো শ্রমিক। বলছিলাম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার সংলগ্ন লালপুল মাঠের শ্রমিক হাটের কথা। এখানে টাকার বিনিময়ে বিক্রি হয় শ্রম। গত ৪০ বছর ধরে এ হাটে শ্রম বিক্রি হয়ে আসছে।
সরেজমিনে শ্রমিক বিক্রির হাটে দেখা গেছে, জেলার শ্রমিকদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে এসেছে সহস্রাধিক নিম্ন আয়ের মানুষ। মহাজন বা মালিকরা কাজের প্রকারভেদ অনুয়াযী শ্রমিক পছন্দ করে নিচ্ছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, টাঙ্গাইলের করটিয়ায় প্রায় ৪০ বছর ধরে শ্রমিকের হাট বসছে। প্রতিদিন এই হাটে প্রায় সহস্রাধিক শ্রমিক শ্রম বিক্রির জন্য ভোর থেকে এসে জমায়েত হয়। হাটে আসা শ্রমিকরা যেমন কাজ খুঁজে পাচ্ছেন তেমনি স্থানীয়রা তাদের সুবিধা মতো শ্রমিক নিতে পারছেন।
কথা হয় হাটে আসা কুড়িগ্রাম জেলার মালেক ও মজিদের সঙ্গে। তারা জানান, তাদের এলাকা থেকে এখানে শ্রমিকের পারিশ্রমিক বেশি। মৌসুম ভেদে এই জেলায় শ্রমিক হিসেবে কাজ করতে আসি। মালিকরা হাটে এসে দরদাম করে আমাদের কাজে নেয়। তিন বেলা খাওয়ার চুক্তিতে তাদের বাড়িতে গিয়ে কাজ করি।
বিজ্ঞাপন
বগুড়া জেলার মফিজ উদ্দিন ও সিরাজগঞ্জের আলতাফ হোসেন জানান, ভোরে হাটে এসেছি শ্রম বিক্রির জন্য। কয়েক মাস এ জেলায় কাজ করবে। শ্রম বিক্রি করে যে টাকা উপার্জন হয় তা বাড়িতে পাঠিয়ে দেয়। তবে অনেক সময় ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। তারা মোবাইল ফোন ও টাকা নিয়ে চলে যায়। কিছু বলতে পারি না এলাকার মানুষ না হওয়ার কারণে।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারি জানান, দীর্ঘ দিন ধরে করটিয়ায় শ্রমিকের হাট বসছে। এতে স্থানীয় মানুষজন অনেক উপকার পাচ্ছে। তবে অসহায় শ্রমিকরা অনেক সময় ছিনতাইকারীদের কবলে পরে সর্বশান্ত হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিজিৎ ঘোষ/এসপি